আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (৪ মে) নোয়াখালী থেকে মোহাম্মদ শিবলু ওরফে রফিকুল ইসলাম শিবলু ওরফে যোদ্ধা অব হিন্দকে (২০) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ মে) ভোরে কুমিল্লা থেকে মো. জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৮) এবং শাহাদাত হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি উগ্রবাদ মতাদর্শী বই, চারটি স্মার্ট ও একটি বাটন মোবাইল ফোন এবং ১০টি সিম উদ্ধার করা হয়।

এটিইউ-এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা অনলাইনে জঙ্গিবাদ প্রচার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত তিন জনই আল ইসলামের সক্রিয় সদস্য। নাশকতার জন্য পরিকল্পনা প্রশিক্ষণ প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন ‘সিকিউর্ড গ্রুপ’ খুলে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে আসছিল।

উগ্রবাদী মনোভাবসম্পন্ন যুবকদের ‘মোটিভেট’ করে তাদের দিয়ে কীভাবে দেশে নিষিদ্ধ সংগঠনের প্রচার-প্রচারণা চালানো যায় এবং সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করার জন্য শিবলুর নেতৃত্বে প্রতি মাসে গোপন বৈঠক হতো বলেও জানায় এটিইউ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।