সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় হাসাপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার (৩০ এপ্রিল) থেকে তিনি ঢাকা সিএমএইচে ভর্তি আছেন। তার পরিবারের একটি সূত্র এ তথ্য জানায়।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২ মে) বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি জেনেছি মাহবুবুর রহমান বর্তমানে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।’
মাহবুবুর রহমান ১৯৯৬ সালের ২০ মে বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৩ ডিসেম্বর ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর মাহবুবুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মাহবুবুর রহমান ২০০৭ সালের ডিসেম্বরে বিএনপির স্হায়ী কমিটি সদস্য হন। ২০০৯ সালে ও ২০১৬ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে স্হায়ী কমিটি সদস্য হন। তিনি ২০১৯ সালে বিএনপি স্হায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীর কাছে পরাজিত হন।