নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে কাজ করছেন ৯ প্লাটুন আনসার, আহত ৫

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) ও অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে কাজ করতে গিয়ে পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (গণসংযোগ) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে আগুন লাগার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এজিবি ৩ প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৬ প্লাটুনসহ মোট ৯ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরেই আনসার সদস্য মোতায়েন করা হয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে এজিবি এবং অঙ্গীভূত আনসার সদস্যরা মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে এবং সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তা করেন।’

এজিবি

অগ্নি নির্বাপণ কাজে পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে দুই জন এজিবি সদস্য ব্যাটালিয়ন আনসার শাকিল এবং ব্যাটালিয়ন আনসার আলমগীর গুরুতর আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। অঙ্গীভূত আনসার সদস্য সবুজ মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি আছেন। এছাড়া দুই জন অঙ্গীভূত আনসার সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।