আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। নিউ মার্কেটসহ রাজধানীর সবগুলো মার্কেটই জমজমাট বিকিকিনিতে। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তেমনি নিউ মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বিমানবাহিনী, বিজিবি ও র্যাবের অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল।
ভোরে লাগা এই আগুনের খবর পলাশী ফায়ার সার্ভিস পায় ৫টা ৪০ মিনিটে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫শ’ দোকান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
মার্কেটের চারপাশ ঘিরে চলছে ব্যবসায়ীদের হাহাকার।
চোখের সামনে পুড়ছে দোকান, কাঁদছেন ব্যবসায়ীরা
ভবনটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালে। সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য জানান।
ব্যবসায়ীরা দোকানের মালামাল বের করার চেষ্টা করছেন। তাদের সহযোগিতা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন
ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন
ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন
ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন