ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদানের মাধ্যমে শহীদ মিনারে শেষ হলো সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৫ মিনিটে তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর ১০টা ৭ মিনিট থেকে সর্বস্তরের শ্রদ্ধা জানানো শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনে মাধ্যমে প্রথম দিনের শ্রদ্ধা নিবেদন শেষ হয়।
রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর আড়াইটায় মরহুমের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তার মরদেহ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর জুমার নামাজ শেষে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ছবি: সাজ্জাদ হোসেন।