রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণ ঘটনার আজ তিন দিন। এখনও ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় কমছে না। যদিও কারোর কোনও অভিযোগ নেই, তারা শুধুই বিধ্বস্ত ভবনটি দেখছে। ফায়ার সার্ভিস, র্যাব, ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধার অভিযানসহ এবং আজও প্রাপ্ত লাশ নিতে আসা অ্যাম্বুলেন্সকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
ভিড় এড়াতে পূর্ব পাশের গুলিস্তান ও বংশাল রোড দিয়ে গাড়ি চলাচল করছে। এরপরও উৎসুক জনতার ভিড়ে রাস্তায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ পর পর ধাওয়া দিয়ে তাদের হটিয়ে দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আবারও ঘটনা স্থলে ফিরে আসছে জনতা।
ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনসাধারণের ভিড়ের কারণে উদ্ধার কাজে যেমন অসুবিধা হচ্ছে, তেমনই রাস্তায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। মানুষকে সরিয়ে দেওয়ার পরেও কাজ হচ্ছে না।’