সিদ্দিকবাজারে বিস্ফোরণ

‘সিটি করপোরেশন ও রাজউকের দায়িত্বশীলদের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে’

‘রাজধানীর সিদ্দিক বাজারে সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, ভবন মালিক ও যারা দোকান ভাড়া নিয়েছিলেন, তারা এ ঘটনার দায় এড়াতে পারে না। তবে রাজউক এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের  কারা এখানে অবহেলা করেছেন, সে বিষয়টি  আরেকটু খতিয়ে দেখা হচ্ছে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে  ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কাদের অবহেলা রয়েছে, কাদের গাফিলতি রয়েছে— এসব বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তে শেষ হলে পরবর্তী সময়ে এ ঘটনাটি বিস্তারিত জানানো সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘পুরান ঢাকায় ৫০ ভাগের বেশি ভবন রয়েছে, যেসব ভবনের মালিকদের বৈধ কোনও কাগজপত্র নেই। বিল্ডিং কোড অনুযায়ী, যেভাবে ভবন নির্মাণ করা দরকার, সেভাবে তারা করেনি। এ বিষয়টি যাদের দেখভাল করার দরকার, তারা যদি না দেখে, আমরা তো সহযোগী সংস্থা আমরা সহযোগিতা করবো। আমাদেরকে বললে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’