সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: উপাচার্য

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে দেশের যেকোনও দুর্যোগ-দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে বিএসএমএমইউ।

বুধবার (৮ মার্চ) বিকাল ৪টায় সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় আহত রোগী, তাদের স্বজন ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদে বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। শুধু এ ঘটনা নয়, দেশের যেকোনও দুর্যোগ, দুর্ঘটনায় আহত মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে।