বোমা হামলার হুমকিতে বইমেলা সকালে নিষ্প্রভ, বিকালে জমজমাট 

অমর একুশে বইমেলা-২০২৩ এর শুরু থেকেই মেলার পরিবেশ পরিবেশ নিয়ে লেখক, প্রকাশক, আয়োজক, পাঠক ও দর্শনার্থীরা সন্তুষ্ট থাকলেও ২৩তম দিনে বাংলা একাডেমির পরিচালক বরাবর আসা এক উড়ো চিঠি কিছুটা ভীতি ছড়িয়েছে। চিঠিতে মেলায় বোমা হামলার হুমকি দিয়েছে। এই নিয়ে শাহবাগ থানায় জিডিও হয়েছে।

তবে এই ঘটনায় ২৪তম দিনে (২৪ফেব্রুয়ারি) মেলায় চিরুনি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বেলা ১১টায় শুরু হওয়া মেলা ছিল অনেকটাই ফাঁকা। সকালে কিছুটা উদ্বেগের মধ্যে সময় কাটিয়েছেন বিক্রয়কর্মীরা। তবে দুপুর গড়িয়ে বিকাল হতেই মেলায় বাড়ে পাঠক-দর্শনার্থীদের ভিড়। সন্ধ্যা হতেই কানায় কানায় পরিপূর্ণ বইমেলা প্রাঙ্গণ।

আজ মেলায় ছিলেন অনেক লেখক। আর এসব লেখকদের ঘিরে পাঠকদের ভিড় ছিল উপচে পড়া। লেখকদের অটোগ্রাফ আর ছবি তুলতে ব্যস্ত ছিলেন তারা। সকালে ফাঁকা বইমেলা প্রকাশকদের কিছুটা চিন্তায় ফেললেও বিকালে ভিড় দিয়েছে প্রশান্তি।

book2

দিব প্রকাশের প্রকাশক নাজিয়া চৌধুরী বলেন, আজ মেলার শেষ শুক্রবার। স্বাভাবিক কারণেই মেলায় আজকে লোক বেশি আসবে। আর বিক্রিও ভালো হবে এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু গতকালের অপ্রত্যাশিত ঘটনা (বোমা হামলার হুমকি) কারণে সকালে ফাঁকা ছিল। কিন্তু বিকালে প্রত্যাশিত পাঠক সমাগম হয়েছে, বিক্রিও ভালো হচ্ছে।

 

হামলার আশঙ্কা পেছনে ফেলে পাঠকদের অনেকেই এসেছেন প্রিয় লেখকদের সঙ্গে দেখা করতে আর অটোগ্রাফ নিতে। মেলায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া তাবাসসুম বলেন, আজকে মেলায় একটা হামলার আশঙ্কা পেছনে ফেলে এসেছি। ক্যাম্পাস দূরে হওয়ায় চাইলেও যেকোনও সময় আসা যায় না। আজকে এসেছি, আমার পছন্দের দুই লেখক মৌরি মরিয়ম ও সাদাত হোসাইনের সঙ্গে দেখা করতে। লাইনে দাঁড়িয়েছি দুজনেরই অটোগ্রাফ নেবো, তাদের সঙ্গে ছবি তুলবো। 

নতুন বই 

২৪ফেব্রুয়ারি নতুন বই এসেছে ২৩৯টি। এর মধ্যে গল্পের ২৩, উপন্যাস ২৬, প্রবন্ধ ১৭,কবিতা ৮৬, গবেষণা ২, ছড়া ১০, শিশুসাহিত্য ৩, জীবনী ৭, রচনাবলি ৫, মুক্তিযুদ্ধ ১, নাটক ২, বিজ্ঞান ৪, ভ্রমণ ৩, ইতিহাস ৫, রাজনীতি ২, চিকিৎসা ২, বঙ্গবন্ধু ৩, রম্য ২, ধর্মীয় ৫, অনুবাদ ৮, অভিধান ২, সায়েন্স ফিকশন ৪ ও অন্যান্য ১৭টি। 

সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, সভাপতিত্ব করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।

book3

আলোচনা অনুষ্ঠান

বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় আধুনিকতা, উত্তর-আধুনিকতা ও পরবর্তীকালের সাহিত্যতত্ত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মাসুদুজামান। আলোচনায় অংশগ্রহণ করেন- নিরঞ্জন অধিকারী, এক ইউসুফী, বিপ্লন মোস্তাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদ আসকারী। 

প্রবন্ধ উপস্থাপনকালে মাসুদুজ্জামান বলেন, বিশ্বে সাহিত্যতত্ত্ব নিয়ে রচিত গ্রন্থের সংখ্যা বিপুল। এর কারণ তত্ত্ব সম্পর্কে পৃথিবীর সব প্রান্তেই লেখক, পাঠক ও সমালোচকদের রয়েছে অনিঃশেষ আগ্রহ আছে। মানবিক কর্মকাণ্ড যত বাড়ছে, নতুন নতুন বিষয়ের আবির্ভাব ঘটছে, তত্ত্বের পরিসরও তত বৃদ্ধি পাচ্ছে। তত্ত্বচর্চার মধ্য দিয়েই আত্মপরিচয়ার বিনির্মাণ, দৈহিক পার্থক্যের অপসারণ, নিম্নবর্গের মানুষকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা চলছে। বৈশ্বিকভাবে আজ অবধি যত তত্ত্বের আবির্ভাব ঘটেছে তার মধ্যে আধুনিকতা, উত্তর-আধুনিকতা, উত্তর-উপনিবেশবাদ খুবই শক্তিশালী প্রভাব বজায় রেখেছে।

সভাপতির বক্তব্যে রাশিদ আসকারী বলেন, একুশ শতকে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো সমালোচনামূলক ও বিশ্লেষণ মানসিকতা সৃষ্টি। তাৎপর্যপূর্ণ এমন কল্পকে বিদ্যায়তনিক সীমার বাইরে এনে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি বিষয়কেই তাড়িত চিন্তার আলোকে পরীক্ষা-নিরীক্ষা করে বাহন করতে হবে।

লেখক বলছি

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আশরাফ জুয়েল, রণজিৎ সরকার, মেহেদী হাসান শোয়েব, কানিজ পারিজাত। 

সাংস্কৃতিক অনুষ্ঠান 

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রেজাউদ্দিন স্টালিন, নাজমুন নেসা পিয়ারি, রওশন ঝুনু, ফরিদা ইয়াসমিন সুমি, নাইমা খানম, মাদুসুল হক, হাসান মাহমুদ, প্রত্যয় জসিম, প্রসারিনা সরকার ও মনিরুজ্জামান রোহান।

আবৃত্তি পরিবেশন করেন শাহ কামান সবুজ, রুহ আহ্বান শিরিন সুলতানা, ফারজানা মালিক নিৰ্ম্ম, অনিকেত রাজেশ। এ ছাড়া ছিল কাঙাল মজিবরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন কাঙাল হরিনাথ সাংস্কৃতিক সংগঠন, এ কে আজাদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন আনন্দন, শাহাবুদ্দিন আহমেদ দোলনের পরিস্কৃত সুর সুরা গীতা, সিদ্দিকুর রহমান পারভেজের পরিচালনায় আবৃত্তি সংগঠন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, সুন্নী আফরিনের পরিচালনায় আবৃত্তি সংগঠন আবৃত্তি পরিষদের পরিবেশনা।

সংগীত পরিবেশন করেন শিল্পী আবিদা রহমান সেতু, আফরোজা খান মিতা মারুফ হোসেন, আশরাফ উদাস এবং স্মিতা সিকদার।

২৫তম দিনের অনুষ্ঠানসূচি

২৫ ফেব্রুয়ারি, শনিবার অমর একুশে বইমেলা-২০২৩-এর ২৫তম দিনে মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে  রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে কোভিড-১৯ ভাষার বৈশ্বিকতা ও বাংলাদেশের সাহিত্য এবং কোভিড-১৯ সংস্কৃতির সঙ্কট ও রূপান্তর শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হাকিম আরিফ এবং মোহাম্মদ শেখ সাদী। আলোচনায় অংশগ্রহণ করবেন পাওয়েজ হোসেন, হামীম কামরুল হক, কে এইচ মাসুদ সিদ্দিকী এবং আবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রফিকউল্লাহ খান।