সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গোলাপবাগ, সায়েদাবাদ মোড়সহ আশপাশের বেশ কিছু এলাকায় খাবার হোটেল নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সায়দাবাদ পুলিশ ফাঁড়ির পাশে গাউছিয়া রেস্তোরাঁ অ্যান্ড কাবাব হোটেলসহ সমাবেশেস্থলের আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

সায়েদবাদের গাউছিয়া হোটেলের কর্মচারি দুলাল বলেন, ‘গত রাতে কিছু সময়য়ের জন্য হোটেল বন্ধ করতে বলে পুলিশ। পরে সকালে হোটেল খুললে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশে আসা লোকজনকে খাবার পরিবেশন করতে নিষেধ করা হয়। কিন্তু দুপুর দেড়টায় হোটেলে প্রবেশ করলে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা খাওয়া-দাওয়া করছেন।’

খাবার হোটেলের ব্যবস্থাপক দুলাল বলেন, ‘সাধারণ মানুষ বিকাল ৪টা পর্যন্ত ঢুকতে পারবে না। এ সময় শুধু প্রশাসনের লোকজনকে খাবার দেওয়ার কথা। তাদের কাছে খাবার বিক্রির অনুমোতি আছে। বিকেল ৪টার আগে সাধারণ মানুষের কাছে খাবার বিক্রি করা বন্ধ থাকবে।’

সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়িতে ডিউটিরত পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও দোকান বন্ধ করা হয়নি। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু কিছু খাবার হোটেল-রেস্তোরাঁ সাময়িক সময় বন্ধ রাখতে বলা হয়েছে।

সাধারণ মানুষের কাছে খাবার বিক্রি বন্ধ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কাছে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, আমার জানা নেয়।’