শ্রীলঙ্কায় দিনে তিনটি ফ্লাইট পরিচালনা করবে এমিরটেস

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ১ ডিসেম্বর থেকে আরও  একটি ফ্লাইট বাড়াবে এমিরেটস। বর্তমানে এ রুটে দৈনিক দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। রবিবার (২৭ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি ফ্লাইট বাড়ানো হচ্ছে। নতুন ফ্লাইটটি দুবাই-কলম্বো রুটে সরাসরি চলাচল করবে।  বর্তমানে এমিরেটস কলম্বোতে দৈনিক দুটি ফ্লাইট পরিচালনা করছে, এর মধ্যে একটি সরাসরি এবং অপরটি মালদ্বীপে ভায়া হয়ে শ্রীলঙ্কায় যাত্রী পরিবহন করে।

১৯৮৬ সালে এমিরেটস শ্রীলঙ্কায় ফ্লাইট পরিচালনা শুরু করে। ২০২২ সালে শ্রীলঙ্কার পর্যটন উন্নয়ন ব্যুরোর সঙ্গে এমিরেটসের একটি সমঝোতা স্মারক সই হয়। এর ফলে শ্রীলঙ্কার বাণিজ্য ও পর্যটন উন্নয়নে পারস্পারিক লাভজনক উদ্যোগ বাস্তবায়ন করছে উভয় সংস্থা। এমিরেটস বর্তমানে ঢাকায় দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনটির যাত্রীরা দুবাই হয়ে বিশ্বের ১৪০টির বেশি গন্তব্যে ভ্রমণ করতে পারছেন।