দুদকের মামলায় চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে আত্মসমর্পণের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পাবনার চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তার আগাম জামিন আবেদন খারিজ করে সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এস এম সাইফুল ইসলাম।

মামলার এজাহার মতে, ৫৯ লাখ ৯৪ হাজার ২৮১ টাকা মূল্যমানের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৬৪ লাখ ২০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১১ এপ্রিল দুদকের সহকারী পরিচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে এ মামলায় আগাম জামিন চেয়ে তিনি হাইকোর্টে আসেন।