১০ শতাংশের বেশি কমিশন দিতে নারাজ রাইড শেয়ারিং চালকরা

অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিংয়ের কমিশন ১০ শতাংশ করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে চালকরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মবিরতি ও মানববন্ধনে কর্মসূচি থেকে তারা এসব দাবি করে। ঢাকা রাইডে শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

রাইডে শেয়ারিং চালকদের অন্যান্য উল্লেখযোগ্য দাবি হলো - মোটরযানের মালিক ও চালকদের মধ্যে সমঝোতা চুক্তি করতে হবে; বাইকের ক্ষেত্রে প্রতি ট্রিপে সর্বনিম্ন ১০০টাকা, সিএনজি ১৫০ টাকা কারের ক্ষেত্রে ২০০ টাকা নিশ্চিত করতে হবে।

তারা আরও দাবি করেন, আইডি বন্ধের ১ মাস পূর্বে লিখিত নোটিশের মাধ্যমে চালক বা গাড়ি মালিককে জানাতে হবে। অভিযোগ প্রমাণ ছাড়া কোনও আইডি বন্ধ করা যাবে না। আগে থেকে বন্ধ সকল আইডি খুলে দিতে হবে। রাইড-শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান কর্তৃক চালক ও যাত্রী উভয়ের ঝুঁকি বিমা নিশ্চিত করতে হবে; সকল রাইডশেয়ার কোম্পানিগুলোকে ড্রাইভারদের শ্রমিক হিসেবে মর্যাদা ও অধিকার দেওয়াসহ ঢাকা চট্টগ্রাম ও সিলেটসহ সকল বিভাগীয় শহরগুলোতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং বেআইনি পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হালিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ রাইড শেয়ারিং এর চালকরা।