বাড্ডায় নিজ বাসায় নববধূর ঝুলন্ত মরদেহ

রাজধানীর বাড্ডায় নিজ বাসায় সুমাইয়া আক্তার অনিশা (২৪) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

অনিশা রংপুর কোতোয়ালি উপজেলার পার্বতীপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে। তার পরিবার রাজধানীর দক্ষিণ বাড্ডা দারোগা বাড়ির মোড় একটি বাসায় থাকে। পরিবারের সঙ্গেই থাকতেন সুমাইয়া। তিনি সম্প্রতি মিরপুর সরকারি বাঙলা কলেজ থেকে অনার্স পাস করেছেন। 

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা মেহেদী হাসান সজিব নামে এক যুবকের সঙ্গে দেড় বছর আগে সুমাইয়ার বিয়ে হয়। তার স্বামী মেহেদী হাসান বাড্ডা জেনারেল হাসপাতালে চাকরি করেন। সুমাইয়াদের বাসায় মেহেদীর নিয়মিত যাতায়াতও রয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। 

সুমাইয়া'র বাবা আফজাল জানান, রাত আনুমানিক ৮টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছিল। স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

তবে কী কারণে সুমাইয়া গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে কোনও ধারণা নেই বলে জানান পেশায় রঙমিস্ত্রি আফজাল হোসেন।