ঈদের ছুটিতে অতিরিক্ত ফ্লাইট চালাবে এমিরেটস

আসন্ন ঈদের ছুটিতে যাত্রীদের চাহিদা পূরণে  অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস। মধ্যপ্রাচ্যের ৬০টি গন্তব্যে অতিরিক্ত ২৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। বুধবার (২৭ এপ্রিল) সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমিরেটস এয়ারলাইন জানায়, ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এই ফ্লাইটগুলো চলাচল করবে। এছাড়া ক্যাপাসিটি বৃদ্ধির জন্য কয়েকটি রুটে সুপরিসর এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। যেসব গন্তব্যে এই সুবিধাগুলো পাওয়া যাবে, তার মধ্যে ৪টি সৌদি আরবে এবং বাকিগুলো কুয়েত, বৈরুত ও আম্মানে। ২ ও ৮ মে রিয়াদে দু’টি অতিরিক্ত ফ্লাইট চলাচল করবে। জেদ্দায় বোয়িং ৭৭৭ এর সাহায্যে অতিরিক্ত ৫টি ফ্লাইট পরিচালিত হবে।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে পরিচালিত সব ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে এয়ারবাস এ৩৮০। মদিনায় অতিরিক্ত ৪টি এবং দাম্মামে একটি অতিরিক্ত ফ্লাইট থাকবে।

অতিরিক্ত ফ্লাইটের সংখ্যা কুয়েতে হবে ৮টি এবং বৈরুতে ৩টি। আম্মানে অধিকতর যাত্রীবহন ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজে ফ্লাইট পরিচালিত হবে। ২-৫ মে দুবাই এবং জিসিসি, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে পরিচালিত সব ফ্লাইটের যাত্রীদের জন্য এমিরেটস ঈদের ঐতিহ্য এবং মধ্যপ্রাচ্যের আতিথেয়তার সংমিশ্রণে বিশেষ খাবার মেন্যু অফার করবে।

এমিরেটস বর্তমানে ঢাকায় দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা বিশ্বের প্রায় ১৩০টি গন্তব্যে ভ্রমণের জন্য দুবাই থেকে সুবিধাজনক সংযোগ পেয়ে থাকেন।