ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক রাত সাড়ে ১১টায়

রাজধানীর নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বুধবার (২০ এপ্রিল) রাত ৯টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও এখনও বৈঠক শুরুই হয়নি। নিরপেক্ষ স্থান নির্ধারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নির্ধারণ করতে না পারায় বৈঠকের সময় পিছিয়ে রাত সাড়ে ১১টায় করা হয়েছে।

বুধবার রাতে সাড়ে ৯টায় ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অপেক্ষা করছি। নিরপেক্ষ স্থান নির্ধারণ না হওয়া এবং ব্যবসায়ীদের দাবি উত্থাপনের বিষয়গুলো সম্পন্ন করে গুছিয়ে উঠতে না পারায় বৈঠকের সময় পিছিয়ে সাড়ে ১১টায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাত্রদের সংবাদ সম্মেলন শেষ হলে তিন ছাত্র প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা মিলে বৈঠক অনুষ্ঠিত হবে।’

কোথায় নিরপেক্ষ স্থান নির্ধারণ করা হতে পারে জানতে চাইলে মো. আলতাফ হোসেন বলেন, ‘ব্যবসায়ীরা কলেজে বসবেন না। তারা নিরপেক্ষ স্থান নির্ধারণ করার কথা বলেছেন। আমরা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) বসার প্রস্তাব দিয়েছিলাম, তারা তাতে রাজি হননি। থানায় বসতে চাইলে ছাত্ররা রাজি হয়নি। কারণ, সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারা (ব্যবসায়ীরা) নিরপেক্ষ যে স্থানে বৈঠক করতে চান, আমরা সেখানেই বৈঠক করবো।’

এর আগে বুধবার সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ জানায়, রাত ৯টায় নিরপেক্ষ স্থানে বৈঠক অনুষ্ঠিত হবে। ছাত্রদের দাবিগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন শিক্ষকরা।

অধ্যাপক মো. আলতাফ হোসেন সন্ধ্যায় জানিয়েছিলেন, দোকান খোলার আগেই শান্তিপূর্ণ সমাধানের জন্য বৈঠক অনুষ্ঠিত হবে। দোকান মালিক সমিতির হেলাল সাহেব অধ্যক্ষকে ফোন করেছিলেন। তারা বসতে চাচ্ছেন। আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসতে হবে, তাদের দাবিগুলো কী তা জানার জন্য।  ব্যবসায়ীরা নিরপেক্ষ ভেন্যু চাচ্ছেন।