বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকার কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি বেশিক্ষণ ছিল না। এ সময় ঢাকার আশপাশের কিছু এলাকায়ও হালকা বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৯,  ময়মনসিংহে ১৬ দশমিক ৮, চট্টগ্রামে ১৮ দশমিক ৯, সিলেটে ১৬ দশমিক ৬, রাজশাহীতে ১৫ দশমিক ৮, রংপুরে ১৬ দশমিক ৩,  খুলনায় ১৯ এবং বরিশালে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।