শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাকা থেকে সিলেট লংমার্চ বুধবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির সমর্থনে বিবেকবান নাগরিক সমাজের ঢাকা থেকে সিলেট লংমার্চ বুধবার (২৬ জানুয়ারি)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিবেকবান নাগরিক সমাজের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শাবিপ্রবি'র উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। দীর্ঘ অনশনে অনেকেই অসুস্থ হতে শুরু করেছেন। এখন পর্যন্ত তাদের কেউ অনশন ভাঙেননি। তাদের দাবি পূরণে আশ্বাসও দেখা যায়নি। এভাবে টানা অনশনে ছাত্র-ছাত্রীরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। এভাবে চলতে পারে না। শিক্ষার্থীরা জীবন বিপন্ন করে অনশন কর্মসূচি পালন করছেন, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা। এমন পরিস্থিতিতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করলে বুধবার ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তিতে দেশের সব বিবেকবান মানুষকে লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।

আয়োজকদের একজন রাখাল রাহা কর্মসূচির বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, এই লংমার্চ কর্মসূচি উপলক্ষে বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে কয়েক জায়গায় পথসভা করে সিলেটে পৌঁছে সংহতি জানাবেন।