স্থবির রাজধানীর পথঘাট, কোনওদিকে যাওয়ার উপায় নেই। রাজধানীর প্রধান সড়কে শুধু গাড়ি আর গাড়ি।
সোমবার থেকে লকডাউন শুরুর খবরে নিম্নবিত্তের বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়ছেন। অনেক বেসরকারি চাকুরেও আছে সেই তালিকায়। রবিবার বিকেল থেকে ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোয় শুরু হয় তীব্র যানজট। গাড়ি যেন নড়েই না। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা মানুষ বলছে, এই একমুখী যানজট ঈদের কথা মনে করিয়ে দিচ্ছে।
রাজধানীর পান্থপথ, কলাবাগান থেকে আসাদগেট হয়ে গাবতলীর পথে, খামারবাড়ী, লালমাটিয়া আড়ং হয়ে গাবতলী, জাহাঙ্গীরগেট থেকে বনানী হয়ে উত্তরার পথে গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তারপরও ভর্তি বাসে আরও মানুষ উঠছেন গাদাগাদি করে। মাণিকমিয়া এভিনিউতে আটকে থাকা এক দম্পতি জানান, এই রাস্তা দিয়েই বাসায় যাই রোজ। ঈদের এক দুদিন আগে ছাড়া কখনওই একঘণ্টা লাগে না পার হতে। আজকে যেন তেমনই অবস্থা। লোকজন গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েও ছুটছে।
উল্লেখ্য সোমবার সকাল থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। গত বছর করোনা সংক্রমণের শুরুতে দেওয়া সাধারণ ছুটি কয়েক মাস লম্বা হওয়ার অভিজ্ঞতা থেকে এবারে আগেভাগেই ঢাকা ছাড়ছে।