১৫ নভেম্বর হেফাজতের সম্মেলন

আগামী রবিবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের এ কাউন্সিল হবে। হেফাজতের হাটহাজারী সংগঠক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতের আমির আহমদ শফীর মৃত্যুর মধ্য দিয়ে সংগঠনটির আমিরের পদ শূন্য হয়। আগামী ১৫ নভেম্বর সম্মেলনে নতুন আমির নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা।

হেফাজতের স্থানীয় সংগঠক জাকারিয়া নোমান ফয়জী জানান, ১৫ নভেম্বর সকাল ১০টায় সম্মেলন শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের বর্তমান সিনিয়র নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এদিকে, হেফাজতের নতুন আমির হিসেবে মাওলানা নূর হোসাইন কাসেমী, জুনায়েদ বাবুনগরী উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংগঠনটির কোনও কোনও নেতা।