লাশঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাবন্দি এক হাজতিকে মৃত ঘোষণা করা হয়েছে। তার নাম মিলন মিয়া (৩৫)। শনিবার (২৯ আগস্ট) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ বোধ করার কথা জানান তিনি। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মিলন মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাওয়ারবিটি গ্রামের শাহজালালের ছেলে।
কারা সূত্রে জানা যায়, কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় বন্দি ছিলেন মিলন।