করোনায় ঢাকা মেডিক্যালের নার্সিং সুপারভাইজারের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজারের মৃত্যু হয়েছে। তার নাম সাহিদা আক্তার (৫৬)। সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় ঢামেকের আইসিইউতে মারা যান তিনি। ঢামেক হাসপাতালের উপপরিচালক আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহিদা আক্তার করোনা পজিটিভ হয়েছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, এই প্রথম ঢামেকে কর্মরত একজন নার্স মারা গেলেন। সাহিদা ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটের নার্সিং সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।
সাহিদার মেয়ে ইসরাত জাহান জাহান জানান, তার মা করোনা আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন।
স্বজনরা জানান, মৃত সাহিদা দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন। তার স্বামীর নাম আবু সাঈদ। গাজীপুরের শ্রীপুর উপজেলায় তাদের গ্রামের বাড়ি ।