হাসপাতাল সূত্র জানায়, এই প্রথম ঢামেকে কর্মরত একজন নার্স মারা গেলেন। সাহিদা ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটের নার্সিং সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।
সাহিদার মেয়ে ইসরাত জাহান জাহান জানান, তার মা করোনা আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন।
স্বজনরা জানান, মৃত সাহিদা দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন। তার স্বামীর নাম আবু সাঈদ। গাজীপুরের শ্রীপুর উপজেলায় তাদের গ্রামের বাড়ি ।