করোনাকালে বিসিক শিল্পনগরীতে বেড়েছে কর্মসংস্থান

 

শিল্প মন্ত্রণালয়

দেশে চলমান করোনা পরিস্থিতিতে গত একমাসে বিসিক শিল্পনগরীগুলোতে নতুন ৩১৩টি শিল্প ইউনিট চালুর পাশাপাশি ৫৭ হাজার ৫৯০ জনের কর্মসংস্থান বেড়েছে। এছাড়া, ৭২টি বিসিক শিল্পনগরীর ৫ হাজার ১৬৪টি শিল্প ইউনিটের মধ্যে ৩ হাজার ২১৪টি শিল্প ইউনিট চালু রয়েছে। এসব শিল্প-কারখানায় ৬ লাখ ৩৬ হাজার ৫৫৩ জনের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৮৫ জন কাজ করছে।

বুধবার (২২ জুলাই) রাতে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে বিসিক শিল্পনগরীগুলোতে  স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিংয়ে গঠিত কমিটির তৃতীয় সভায় এ তথ্য তুলে ধরা হয়।

ভার্চুয়াল এই সভায় বিসিকের পরিচালক মো. খলিলুর রহমান সভাপতিত্ব করেন। এতে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি ও উপসচিব নেপাল চন্দ্র কর্মকার, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম-মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মো. মোস্তাফিজুর রহমান, বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি মো. মহিউদ্দিন শেখসহ বিসিকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, শিল্পনগরীর বেশিরভাগ শিল্প-কারখানায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন সচল রাখা সম্ভব হচ্ছে।