জাল টাকাসহ গ্রেফতার তিন আসামি রিমান্ডে

আদালত

৩৫ লাখ জাল টাকা ও  জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার তিন জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড-প্রাপ্ত আসামিরা হলো— মো. সাইফুল ইসলাম ওরফে লামু (৩২), মো. রুবেল (২৮) ও মো. আলম হোসেন (২৮)।

রবিবার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রবিবার এ মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু  তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ১০০০ ও ৫০০ টাকার নোটের মোট ৩৫ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।পরে তাদের নামে মামলা দায়ের করা হয়।