রবিবার (১৯ জুলাই) দুপুরে উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার (১৮ জুলাই) রাতে উত্তরার সোনারগাঁও জনপথ মোড়ে সাহেদকে নিয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে তার ব্যবহৃত একটি নম্বরবিহীন এক্স ট্রায়েল গাড়ি পাওয়া যায়। গাড়ির ভেতরে একটি পিস্তল, ম্যাগাজিনে এক রাউন্ড গুলি, ১০ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। এরপর শনিবার মধ্যরাতে সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি তপন কুমার সাহা।
প্রসঙ্গত, গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিল। পরে ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
আরও পড়ুন:
সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেন না সাহেদ: র্যাব