মঙ্গলবার (৯ জুন)হাজারীবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আজাদ হাওলাদার আসামি সুজন মিয়াকে আদালতে হাজির করেন। আসামি সুজন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।এ আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারীও শিশু)পুলিশের উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রবিবার (৭ জুন) রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে সুজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১ জুন রাতে বাদাম বিক্রেতা সুজন মিয়া ওই শিশুকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজারীবাগ এলাকায় একটি নির্জন বাসায় নিয়ে ধর্ষণ করে। এরপর সে পালিয়ে যায়। ঘটনার দিনই ভুক্তভোগী পরিবার সুজনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।