জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনীর সাত জাহাজ

 

৮৮নৌবাহিনীর সাতটি জাহাজ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। নৌসদস্যরা হতদরিদ্র জেলে পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি তারা এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দুর্জয় ভাষান চরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব জাহাজ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদানের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলোকে মাইকিং করে সতর্ক করছে। এছাড়া টেকনাফ, স্বন্দ্বীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুস্থ জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন।

অন্যদিকে মোংলা নৌ-কন্টিনজেন্ট দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, ছোলা, সুজি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

উল্লেখ্য, নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় জেলাগুলোতে নৌ কন্টিনজেন্ট মোতায়েনের মাধ্যমে স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা ও টহল প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।