করোনা পরিস্থিতিতে নারী-শিশুর প্রতি সহিংসতায় উদ্বিগ্ন মহিলা পরিষদ

 

বাংলাদেশ মহিলা পরিষদকরোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ এর ভয়াবহতায় বাংলাদেশও আক্রান্ত। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতায় বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বিগ্ন। কারণ করোনার এই ভয়াবহতার মধ্যেও গত ১৭ এপ্রিল লক্ষ্মীপুর রামগতি উপজেলায় ১৬ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনার ভয়াবহতার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে কিশোরী-তরুণী, নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা খুবই দুঃখজনক। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণেরও দাবি জানায় সংগঠনটি।