সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু

সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনদেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এ সময় তিনি বলেন, আইনজীবী সমাজে এতদিন নেতৃত্বের অভাব ছিল। আগামী দিনে সেই নেতৃত্বের অভাব পূরণ করে সারাদেশে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। আইনজীবীদের নিয়ে আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমদ আজম খান, মাসুদ আহমদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান ঢাকা বিভাগে, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী চট্টগ্রাম বিভাগে, মীর মোহাম্মদ নাছির উদ্দিন রংপুর বিভাগে, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন সিলেট বিভাগে, নিতাই রায় চৌধুরী বরিশাল বিভাগে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ঢাকা বিভাগে, সানা উল্লাহ মিয়া ময়মনসিংহ বিভাগে, মাসুদ আহমেদ তালুকদার কুমিল্লা বিভাগে, ব্যারিস্টার কায়সার কামাল খুলনা বিভাগে এবং আবেদ রাজা ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃত্বে দেবেন।