প্রধান শিক্ষক পদে গেজেটভুক্তির দাবি প্রাথমিকের ৬ হাজার শিক্ষকের





প্রধান শিক্ষক হিসেবে নিজেদের গেজেটভুক্ত করার দাবি জানিয়েছেন নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ‘পদবঞ্চিত’ প্রায় ৬ হাজার শিক্ষক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।


মানববন্ধনে ‘পদবঞ্চিত’ শিক্ষকদের পক্ষে এস এম গফুর বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু ১৭ থেকে ১৮ হাজার প্রধান শিক্ষককে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। বাকি শিক্ষকদের বিষয়ে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত দফায় দফায় বৈঠক হলেও কোনও লাভ হয়নি। মন্ত্রণালয় থেকে আশ্বাস পরও প্রধান শিক্ষকদের অন্যায়ভাবে সহকারী শিক্ষক হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষকরা বলেন, দীর্ঘ দিন থেকে তারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। যাদের যোগ্যতা আছে তাদের দ্রুত প্রধান শিক্ষক হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে সহকারী শিক্ষকদের গ্রেডেশন করতে হবে। চাকরির অর্ধেক সময় ধরে চাকরিকাল গণনা, পদোন্নতি, টাইম স্কেলসহ সব সুযোগ-সুবিধা দেওয়ারও দাবি জানান তারা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের নিবন্ধিত বেসরকারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন। এসব প্রাথমিক বিদ্যালয়ের ১ জন প্রধান শিক্ষক এবং ৪ জন সহকারী শিক্ষকের পদসৃষ্টিরও ঘোষণা দেন তিনি।