ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারের গায়েবানা জানাজা

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারের গায়েবানা জানাজার দৃশ্য

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এই জানাজায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এর আয়োজন করে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।

জানাযা শেষে আবরারের প্রতীকী লাশের একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থী হত্যাকাণ্ডের সব ঘটনা তদন্ত করে দ্রুত সময় বিচারের দাবি জানান ডাকসু ভিপি নুরুল হক নুর। এছাড়াও বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত জানানো হয়।