দুদক ও টিআইবির মধ্যে সমঝোতা স্মারক সই





দুর্নীতি প্রতিরোধ-সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তৃতীয় বারের মতো সমঝোতা স্মারক সই করেছে। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এটি সই হয়।
চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ বছর মেয়াদি এই সমঝোতা স্মারকে সই করেন দুদক মহারপিরচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ ও টিআইবি’র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এসময় দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, ‘দুদক ও টিআইবি’র মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। টিআইবি দুর্নীতি প্রতিরোধে কাজ করে, আর দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার উভয় কাজই করে দুদক।’
সমাজের সব স্তর থেকে দুদককে সহযোগিতা করার আহ্বান জানিয়ে দুদক সচিব বলেন, ‘সবাই সহযোগিতা করলে কার্য়করভাবে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।’
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজজামান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই দুদকের সঙ্গে টিআইবি’র আত্মীক সম্পর্ক রয়েছে।’ দুদক ও টিআইবি’র লক্ষ্য এক, কিন্তু ম্যান্ডেট ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।