মানি লন্ডারিং মামলায় জি কে শামীম ফের রিমান্ডে





জি কে শামীমগুলশান থানায় দায়ের অস্ত্র মামলায় বিতর্কিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। অন্যদিকে, মানি লন্ডারিং মামলার ৫ দিনের রিমান্ড কার্যকর করার আবেদনের আদেশ দেওয়া হয়েছে।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক শেখ রফিকুল রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ অস্ত্র মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন এবং মানি লন্ডারিং মামলায় ৫ দিনের রিমান্ড কার্যকর করার আবেদন করেন।

এর আগে গত ২ অক্টোবর মানি লন্ডারিং মামলায় ৫ দিন ও অস্ত্র মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে উভয় মামলার রিমান্ড পর্যায়ক্রমে চলবে বলে আদেশ দিয়েছিলেন বিচারক।
এর আগে গত ২১ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র ও মাদক মামলায় শামীমের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজের নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হন।

গত ২০ সেপ্টেম্বর শামীমকে গুলশানের নিকেতন থেকে গ্রেফতার করে র‌্যাব। 

আরও পড়ুন: অস্ত্র ও কোটি কোটি টাকাসহ যুবলীগ নেতা জি কে শামীম আটক