তোমরা যা করার করো, আইনজীবীদের জি কে শামীম





আদালতে জি কে শামীম‘আমি তো এখন আসামি। তোমরা যা করার করো, আমি তো কিছু করতে পারবো না।’
বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানি লন্ডারিং ও অস্ত্র আইনে দায়ের মামলায় শুনানি শুরুর আগে নিজের আইনজীবীদের এসব কথা বলেন বিতর্কিত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীম। এরপর তিনি ওকালাতনামায় সই করেন।
এদিন দুপুর ৩টা ১০ মিনিটে মাদক ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড শেষে পুনরায় অস্ত্র মামলায় ৭ দিন ও মানি লন্ডারিং মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে শামীমকে আদালতে হাজির করা হয়। এরপর ৩টা ১৫ মিনিটে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুরুতে তাকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার দেখান। এরপর রিমান্ড শুনানির জন্য তাকে অন্য আদালতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জি কে শামীম ফের ৯ দিনের রিমান্ডে


এদিন রিমান্ড শুনানির আগে আইনজীবীদের ওকালাতনামা সই করা নিয়ে অনেক হইচইয়ের মধ্যেও স্ত্রীর সঙ্গে ১৫ মিনিট কথা বলেন শামীম। দায়িত্বরত পুলিশ সদস্যরা তার স্ত্রী ও স্বজনদের সরিয়ে দিতে চাইলে শামীম বলেন, ‘আপনারা এরকম করতেছেন কেন? আমি কি আমার ছোট ভাইদের সঙ্গে কথা বলবো না?’



এরপর আইনজীবীদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলাপ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমি তো এখন আসামি। তোমরা যা করার করো, আমি তো কিছু করতে পারবো না।’
এরপর সাড়ে ৩টায় রিমান্ড শুনানি শুরু হয়। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় কাঠগড়ায় দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়েন তিনি। শুনানি শেষে তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।