ডিএনসিসি মেয়রের শ্বশুর ব্রি. জে. (অব.) রফিকুল বারীর ইন্তেকাল

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল বারীর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় নাতি-নাতনিসহ অজস্র গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।

শুক্রবার বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে তার নামাজে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।