ঢাবিতে বিএটিবি’র ‘ব্যাটল অব মাইন্ড’ বন্ধে উপাচার্যকে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর উদ্যোগে ‘ব্যাটল অব মাইন্ড’ নামক অনুষ্ঠান হওয়ার কথা সোমবার (২ সেপ্টেম্বর)। তবে এটি বন্ধের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে প্রত্যাশা নামের একটি মাদকবিরোধী সংগঠন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংগঠনটির গণমাধ্যম কর্মকর্তা আকিব দীপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংগঠনটির অভিযোগ, তরুণদের চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ব্যাটল অব মাইন্ড’ শিরোনামে একটি প্রতিযোগিতা আয়োজন করছে কোম্পানিটি। ঢাক-ঢোল পিটিয়ে এ কর্মসূচির আয়োজন এবং লাখ লাখ তরুণকে যুক্ত করা হলেও গত প্রায় এক দশকে খুবই অল্প সংখ্যক প্রার্থীকে এন্ট্রি লেভেলের চাকরি দেওয়া হয়েছে। মূলত, দেশের বিপুলসংখ্যক তরুণকে চাকরির প্রলোভন দেখিয়ে ধূমপান ও তামাকজাত পণ্যের প্রচারণার জন্য তারা এটি আয়োজন করে।