ঈদুল আজহাকে সামনে রেখে কামার পল্লি, খামারিদের গোয়াল আর পশুর হাট ঘিরে সবাই এখন ব্যস্ত। কেউ পশু কিনতে আবার কেউ পশু বিক্রি করতে ছুটছেন। একইসঙ্গে বেড়েছে পশু জবাই এবং গোশত প্রস্তুতে প্রয়োজনীয় দা, বটি ও ছুরি তৈরির ব্যস্ততা, বেচাবিক্রিও বেশ ভালো। কোরবানির পশু কেনাবেচার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। এসব হাটে পশুদের খাবারের ব্যবস্থা ঘিরেও রয়েছে ব্যস্ততা আর আয়োজন।
রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট
কোরবানির পশু কেনাবেচার জন্য প্রস্তুত করা হয়েছে হাট
পশু কোরবানির জন্য দা, বটি ও ছুরিতে চলছে শান
পশু কোরবানি ও গোশত প্রস্তুতে প্রয়োজনীয় উপকরণ দা, বটি ও ছুরির বেচাকেনা বেড়েছে
পশু কোরবানি ও গোশত প্রস্তুতে প্রয়োজনীয় উপকরণ দা, বটি ও ছুরির বেচাকেনা বেড়েছে
কোরবানির গোশত প্রস্তুতে গাছের গুড়ি এক অত্যাবশকীয় উপকরণ
গোশতকে ধুলা-বালি থেকে রক্ষায় কাজে আসে মুর্ত্তার তৈরি চাটাই
হাটে নিয়ে আসা কোরবানির পশুর জন্য রয়েছে ভ্রাম্যমাণ খড়-ভূসির দোকান