বাকি আসামিরা হলেন সাইফুল ইসলামের স্ত্রী শারমিন ইসলাম, বিআইডব্লিউটিএ’র উপপ্রধান প্রকৌশলী এ এইচ এম ফরহাদ উজ্জামান, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. আবু বকর ছিদ্দিক ও তার স্ত্রী ফজিলা খাতুন, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খানম এবং ফেরদৌস জাহান।
২০০৫ সালের ১০ নভেম্বর থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে এ ঘুষ নেওয়ার ঘটনা ঘটে। ২০০৮ সালের ৪ জুন এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী বেসিক ড্রেজিং কোম্পানি লিমিটেডের সচিব কাম সহকারী মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) গাজী মো. জাহাঙ্গীর হোসেন।