পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৪১ শিক্ষার্থীর শাস্তির সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং অধিভুক্ত কলেজের ৪২ শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে একজনকে স্থায়ী বহিষ্কার এবং বাকি ৪১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়।

মঙ্গলবার (২৮মে) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সভাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে এই বিষয়টি চূড়ান্ত হবে।