ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে স্মারকলিপি

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে স্মারকলিপিঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বরারব স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রবিবার (৩১ মার্চ) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, ‘দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের অন্যতম কারণ হিসেবে দেখানো হয় ভর্তি পরীক্ষার জালিয়াতি ঠেকানো। কিন্তু ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ায় পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।’
এতে আরও বলা হয়, প্রত্যেক শিক্ষার্থীরই প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষার সময় মারাত্মক কোনও সমস্যায় পড়লে একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করায় শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
স্মারকলিপিতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু করার দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভর্তিচ্ছু নাহিদ ভূঁইয়া, সাখায়াত উল্লাহ্ তানভীর প্রমুখ।