কাজী খলীকুজ্জমানকে পিকেএসএফের সংবর্ধনা

কাজী খলীকুজ্জমানকে সংবর্ধনা

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০১৯ পাওয়ায় ড. কাজী খলীকুজ্জমান আহমদকে সংবর্ধনা দিয়েছে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। কাজী খলীকুজ্জমান পিকেএসএফের চেয়ারম্যান।

বুধবার (২৭ মার্চ) পিকেএসএফ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ড. কাজী খলীকুজ্জমান আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. খলীকুজ্জমান আহমদের পরিবারের সদস্যরা এবং পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. কাজী খলীকুজ্জমান আহমদের স্বাধীনতা পুরস্কার অর্জন পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাগুলোকে গৌরবান্বিত করেছে বলে জানান অনুষ্ঠানে আগতরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে স্বাগত বক্তব্য রাখেন– পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।