নির্যাতিত নারীদের সরকারিভাবে ভাতা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা শাখা। মহিলা শাখার সভাপতি মিনার নাহার লিপি মানববন্ধনে বলেন, ‘নির্যাতিত নারীদের ভাতা বাস্তবায়ন করতে হবে।’
নারী শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মস্থল এবং সমকাজে সমমজুরি দেওয়ার দাবিতে সমাবেশ করেছে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা পারভিন বলেন, ‘বাংলাদেশে নারী শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’ তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত, মাতৃত্বকালীন ছুটি কার্যকর ও শিশুর যত্নকেন্দ্র প্রতিষ্ঠা করাসহ পাঁচটি দাবি জানান তিনি।
‘নারী গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় চাই নীতি বাস্তবায়ন ও প্রণয়ন’ এই দাবি নিয়ে সমাবেশ করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে লাল পতাকা সমাবেশ ও র্যালি করেছে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স প্রোটেকশন এ্যালায়েন্স শ্রমিক সমাবেশ ও র্যালি করেছে। সমাবেশে তারা অবসরকালীন শ্রমিকদের জরুরিভাবে এককালীন ১০ লাখ টাকা ভাতা ও গার্মেন্টস শ্রমিকদের রেশন কার্ড দেওয়া এবং যখন-তখন শ্রমিকদের ছাঁটাই ও শ্রমিক নির্যাতন বন্ধ করাসহ সাতটি দাবি জানিয়েছে।
হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায়কে দ্রুত আইন প্রণয়ন, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার দাবিতে শ্রমিক সমাবেশ ও র্যালি করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও আওয়াজ ফাউন্ডেশন। তারা প্রস্তাবিত খসড়া ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন’ প্রণয়ন করা, সব কারখানায় নারীদের উচ্চপদস্থ পদে পদোন্নতি দেওয়া ও সব কারখানায় মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করাসহ সাতটি দাবি জানিয়েছে।