মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা দীর্ঘ সংগ্রাম করলেও এখনও পর্যন্ত নারীর যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দলিতদের অবস্থা আরও নাজুক। নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, বিভিন্ন ধরনের বঞ্চনা, শারীরিক নির্যাতন, অপহরণ এগুলো একজন দলিত নারীর জীবনের নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, দলিত নারীরা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। দলিতরা দেশের মধ্যে একটি বিরাট অংশ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে। তারা সমাজের বর্জ্য পরিষ্কার করে সমাজকে পরিচ্ছন্ন রাখে। অথচ এরাই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়। কাজ করতে গিয়ে তারা হরহামেশাই অদলিতদের কাছে নানাভাবে লাঞ্ছিত, এমনকি ধর্ষণের শিকার হয়ে থাকে।
এ সময় তারা কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব স্তরের দলিত নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, দলিত নারী নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে, সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের জন্য জাতীয় বাজেটে দলিত নারীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ থাকতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি রাধারানী, সাধারণ সম্পাদক মনি রানী দাস, বেবি ট্রাজু, কৈলাস, তামান্না, প্রতিভা প্রমুখ।