রাজধানীতে ম্যানহোলে বিস্ফোরণ, তিনজন আহত





বিস্ফোরণের পর ম্যানহোলরাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে ম্যানহোলে বিস্ফোরণ ঘটায় পথচারী মা ও মেয়েসহ তিনজন আহত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জহুরা বেগম (৩৫), তার মেয়ে নাফিজা আক্তার (১০) এবং মাদ্রাসার শিক্ষার্থী মিরাজ (১২)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ম্যানহোল বিস্ফোরণের ঘটনায় আহত তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আহত নাফিজা বাংলা ট্রিবিউনকে জানায়, ধলপুরের বাসা থেকে বের হয়ে মায়ের বান্ধবীর বাসায় যাচ্ছিলো তারা। পথে এশিয়া চক্ষু হাসপাতালের সামনে ধোলাইপাড়ের সড়কে থাকা একটি ম্যানহোলে বিকট শব্দ হয়। সেটি নিচের দিকে দেবে যায়। এতে মা সেখানে পড়ে যান। একই সময় মিরাজ নামে এক মাদ্রাসার শিক্ষার্থীও আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যানহোলে বিষাক্ত গ্যাস জমে থাকায় হয়তো বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ম্যানহোলটি অনেকখানি নিচের দিকে দেবে গেছে। বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনাটি ছিটকে দূরে গিয়ে পড়ে।