জাতীয় নেতাদের নিয়ে অবমাননাকর প্রচারের অভিযোগে গ্রেফতার ৬

গ্রেফতারের প্রতীকী ছবিসামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও জাতীয় নেতাদের নিয়ে অবমাননাকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচারের অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

সোমবার (২৮ জানুয়ারি) র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।