ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

আদালত

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব এই আদেশ দেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান এ তথ্য জানান।

জানা যায়, আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র দে (উপ-পরিদর্শক) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় হামলার শিকার হন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ঘটনার দিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়।