‘প্রচলিত ধারণা থেকে বের হতে পারলে ভিন্ন কিছু হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খানবাংলা ট্রিবিউন বৈঠকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান বলেন, ‘তরুণরা পারবে, এটা আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। রেডিক্যাল চেঞ্জ (আমূল পরিবর্তন) যেটা সেটা তরুণদের কাছ থেকেই পাই আমরা। এতদিন ধরে যে ধারণা, সেটা ভাঙতে পারলে পারবে। সেটার জন্য একটা শর্ত লাগবে। সেটা হলো, জানতে হবে, শিখতে হবে। আমি চেয়ারে বসেছি, সেটা আমাকে সব দিয়ে দেবে– এই ধারণা থেকে বের হতে পারলে ভিন্ন কিছু হবে।’
তিনি আরও বলেন, ‘আমি খেয়াল করে দেখেছি, যে মন্ত্রণালয়ে মেগা প্রজেক্ট আছে সেখানে পরিবর্তন আনা হয়নি। যেমন– সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়। সরকার ইশতেহারে বলেছে অগ্রগতি অব্যাহত রাখার বিষয়ে। অর্থনৈতিক অগ্রগতি বলি বা অবকাঠামোগত অগ্রগতি বলি, সেগুলো মেগা প্রজেক্ট দিয়েই বোঝা যায়। সেই জায়গাগুলোতে এই মুহূর্তে পরিবর্তন আনা হয়নি, সম্ভবত পরিবর্তন লাগবেও না।’

আরও পড়ুন:

‘তরুণ মন্ত্রিসভা’ শীর্ষক বৈঠকি শুরু

 

‘মেগা প্রজেক্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আগের মন্ত্রীরাই আছেন’

 

 

‘১৯৭১ সালে তরুণরাই একটা দেশের জন্ম দিয়েছে’