বুধবার (২৬ ডিসেম্বর) ৫টায় আলিজান স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দগ্ধ দুই কর্মীর নাম মাসুম (২০) ও মিঠু (২৩)। এদের মধ্যে মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে মাসুমের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আলিজান স্টিল মিলের কর্মী পলাশ জানান, স্টিলের কাঁচামাল গলানোর পাত্র থেকে গলিত লোহার বুদ বুদ উঠে বৈদ্যুতিক বাতিতে আঘাত করে। পরে এর থেকে বিদ্যুতের তারে আগুন লেগে যায় ও তা ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে মাসুম ও মিঠু দগ্ধ হন।