যাত্রাবাড়ীতে গ্যাসের চুলার লাইনে লিকেজ, আগুনে শিশুর মৃত্যু, দগ্ধ ৬

গ্যাসের চুলা (ফাইল ফটো)রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে সিটি করপোরেশনের ১৪ নং আউটফল আবাসিক এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে আগুনে তাহসিন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ছয়জন। তারা হলেন সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০) এবং একই বাসার দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪)।
দগ্ধরা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সকাল ৮টা ২৯ মিনিটে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণ হয়। এতে এক শিশু মারা গেছে এবং ছয়জন আহত হয়েছেন। নিহত শিশুর নাম তাহসিন।
তিনি বলেন, ‘বাসার ভেতরে লিকেজ হয়ে গ্যাস জমেছিল, সকালে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়।’ আহতদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।