বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তার সঙ্গে থাকবেন। অন্যদিকে, মৌচাক মোড়ে প্যান্ডেল তৈরি করে ডিজিটাল বোর্ডের মাধ্যমে এ ফ্লাইওভারের উদ্বোধন দেখানো হবে। সেখানে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণিসহ আওয়ামী লীগের নেতা ও দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বুধবার (২৫ অক্টোবর) বিকালে ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌচাক মোড়ে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কারণে মৌচাক থেকে মগবাজার রেলগেট পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। অনুষ্ঠানস্থলে ব্যাপক জনসমাগম ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এনে যানজট এড়াতে অনুষ্ঠানের সময় বিকল্প সড়ক ব্যবহারে জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৯ কিলোমিটার দীর্ঘ তিন তলাবিশিষ্ট চার লেনের এই ফ্লাইওভারটি ১০ মাত্রার ভূমিকম্প সহনশীল। এর প্রতিটি পিলার ১৫০ মিটার গভীর পর্যন্ত করা হয়েছে। এর নিচে বিভিন্ন জায়গায় আটটি বড় মোড় ও তিনটি রেলক্রসিং রয়েছে।
২০১২ সালের ১৮ নভেম্বর শুরু হওয়া ফ্লাইওভারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের নভেম্বরে। তবে নকশায় ত্রুটি, সঠিক নকশা পেতে দেরি, ড্রয়িং-ডিজাইনসহ বিভিন্ন জটিলতায় বেশ কয়েকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।